• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
মাদক বিরোধী অভিযানে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এবং জনাব মোঃ মাসুদুর রহমান মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ এর যৌথ নেতৃত্বে ০৯ জুলাই ২০১৮ তারিখ বেলা আনুমানিক ১১:৩০ ঘটিকা হতে বিকাল ১৮:৩০ ঘটকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকায় বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে সর্বমোট ১৫ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ১। শফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃত নিয়াজ উদ্দিন বিশ্বাস, সাং-নাচোল, থানা-নাচোল, ২। মোঃ রাশিদুল ইসলাম (৪০), পিতা-মোঃ আকবর আলী, সাং-শ্মশানঘাট, ৩। রবিজুল (৫৫), পিতা-মোঃ কাঞ্চন, সাং-নিউ ইসলামপুর, ৪। মোঃ আল আমিন (২৩), পিতা-মোঃ এনামুল হক, সাং-চরবাসুদেবপুর, ৫। মোঃ রজব আলী (২২), পিতা-মোঃ কায়েমুল হক, সাং-চরমানবনগর, ৬। রিপন (২৮), পিতা-মোঃ গফুর, সাং-ইসলামপুর, ৭। কবিরুল (৪০), পিতা-মৃত ইরাদ আলী, সাং-মহারাজপুর (মিয়াসাহেবপাড়া), ৮। অন্তর (২২), পিতা-মৃত সুকুমার, সাং-হুজরাপুর, ৯। মোঃ মাসুদ আমান রাসেল (৩৭), পিতা-মোঃ আমানউল্লা, সাং-ইসলামপুর, সর্ব থানা-সদর, ১০। মোঃ রজব আলী (২০), পিতা-মোঃ আঃ রহিম, সাং-মহিষপুর, থানা-শিবগঞ্জ, ১১। রহিদুল ইসলাম (৩০), পিতা-মৃত মওলা বক্স, সাং-বুজোইল, ১২। মোঃ খাইরুল ইসলাম (২৬), পিতা-মোঃ তজির উদ্দিন বিশ্বাস, সাং-জিকরা, উভয় থানা-নাচোল, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ১৩। আব্দুস সালাম (৩২), পিতা-মৃত গফুর সরদার, সাং-কহিতপাড়া, থানা-বাগমারা, ১৪। আপেল মাহামুদ (৩৬), পিতা-মোঃ তাজমুল, সাং-হরিদাগাছি, থানা-মহোনপুর, উভয় জেলা-রাজশাহী, ১৫। মোঃ আয়নাল হক (৫০), পিতা-মৃত আমির আলী, সাং-আরামবাগ, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১নং আসামীকে ০৪ মাসের, ২নং আসামীকে ০৩ মাসের, ৩নং আসামীকে ০২ মাসের, ৪নং হতে ১৪নং পর্যন্ত ১১ জন আসামীর প্রত্যেককে ০১ মাসের, ১৫নং আসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে ধৃত আসামীদের নিকট হতে ১। গাঁজা-১.৪ কেজি, ২। চোলাই মদ-৮০০ লিটার, ৩। ইনজেকশন (এ্যাম্পল)-০৭ টি, ৪। গাঁজা কলকি-০৮ টি, ৫। গ্যাসলাইটার-০৬ টি, ৬। দিয়াশলাই-০৭ টি উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়। র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page