• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিলের পানি পরিস্কার করণ ও কচুরিপানা নিধন কর্মসূচির উদ্বোধন

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : রবিবার, ১৫ জুলাই, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর-শংকরবাটি বিলের পানি পরিস্কার করণ ও কচুরিপানা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার বটতলা হাটস্থ  বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টু চত্বরে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্রকৌশলী সাদিকুল ইসলাম, প্যানেল মেয়র-১ মো. সাইদুর রহমান, কাউন্সিলর আব্দুল বারেক, দুলাল আলীসহ অন্যরা। টাউন প্লানার মো. ইমরান হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, সমাজসেবক আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।কাউন্সিলর আব্দুল বারেক এর তত্ত্বাবাধনে  পৌর এলাকার আজাইপুর-শংকরবাটিদদী বিলের পানি পরিস্কার করণ ও কচুরিপানা নিধন কর্মসূচি প্রকল্পটিতে  ব্যয় হবে ২ লাখ টাকা।এসময় প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন,  আজাইপুর-শংকরবাটিদদী বিলের পানি পরিস্কার করণ ও কচুরিপানা নিধন পরবর্তীতে পৌর এলাকার ৬ ও ১৪ নম্বর ওয়ার্ডবাসি পানি ব্যবহারে সার্বিক সুবিধা পাবেন। পাশাপাশি এই বিলটি যেনো সব সময় সংরক্ষণ থাকে সেই জন্য বিলের দু’ধারে সু-সজ্জিত ভাবে গড়ে তোলা হবে। যেনো স্থানীয়রা সকাল-বিকেলে এই বিলের ধারে ঘুরতে আসে এবং আনন্দ-বিনোদন করতে পারে। প্রধান অতিথি এমপি আব্দুল ওদুদ আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের উন্নয়নের জন্য আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। তাই পৌরবাসিসহ চাঁপাইনবাবগঞ্জবাসি ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের কাজ সহযোগিতা করতে হবে। যারা দেশের উন্নয়ন করে তাদেরকে নির্বাচিত করতে হবে। তিনি আগামী নির্বাচনে আবার নৌকা প্রকীতে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠনের সহযোগিতা করার আহ্বান জানান।আলোচনা সভা শেষে প্রধান অতিথি আজাইপুর-শংকরবাটী বিলে বিষ প্রয়োগ করে উদ্বোধন করেন।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page