• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

নবাবগঞ্জ সরকারি কলেজে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটঃ : রবিবার, ১৫ জুলাই, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস,  ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ মুক্ত নিরাপদ শিক্ষাঙ্গনের লক্ষ্যে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে অধ্যক্ষ মো. দাউদ হোসেনের সভাপতিত্বে অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক লিটন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাজহারুল ইসলাম তরু, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর হোসেন প্রমুখ।সভায় বক্তারা মাদক থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। এলাকার কেউ সন্ত্রাস, ইভটিজিং কিংবা জঙ্গীবাদের সাথে কেউ জড়িত থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান বক্তারা।মতবিনিময় সভায় কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ