• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

হজ্ব যাত্রীদের বিদায় জানালেন রাব্বানী

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : রবিবার, ১৫ জুলাই, ২০১৮
Exif_JPEG_420

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, তিনপ্রজন্মের জনপ্রতিনিধি, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুন্ডুমালা পৌর মেয়র ও গণমানুষের নেতা গোলাম রাব্বানী তানোরেন ৫৩ জন হজ্ব যাত্রীদের বিদায় জানিয়েছেন। জানা গেছে, এই উপলক্ষে শনিবার দিনব্যাপী মুণ্ডুমালা পৌরসভা হলরুমে মেয়র রাব্বানীর সার্বিক আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুণ্ডুমালা কাওমি মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ রুহুল আমিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হজ্ব যাত্রীদের উদ্দশ্যে বক্তব্য রাখেন মেয়র গোলাম রাব্বানী। বিশেষ অথিতির বক্তব্য রাখেন সমাজ সেবক হাবিবুর রহমান, আফসারুজ্জামান প্রামানিক, মোজাম্মেল হক , মুণ্ডুমালা বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল কাদের, মুণ্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান , মাওঃ বরকোতুল্লহ প্রমুখ। মেয়র তার বক্তব্যে বলেন আপনারা আল্লাহর মেহমান হিসেবে হজে যাচ্ছেন সেখানে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন, আপনারা যাবার সময় প্রয়োজনীয় ঔষুধ নিবেন ও বেশি বেশি পানি পান করবেন কারণ সেখানকার তাপমাত্রা অনেক বেশি । যাদের বয়স বেশি তাদের কে বিভিন্ন ভাবে সহযোগিতা করবেন । আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমিও স্বপরিবারে আল্লাহর মেহমান হয়ে হজ পালন করতে পারি। এ সময় তিনি হজ্ব যাত্রীদের প্রত্যেকের হাতে উপহার সামগ্রী তুলে দেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমি হজ এজেন্সির পরিচালক কাজী মিজানুর রহমান । এ সময় আরো উপস্থিত ছিলেন মুণ্ডুমালা পৌরসভার  ওয়ার্ড কাউন্সিলর ও এলাকার সুধীজন এবং দলীয় নেতাকর্মীরা।
এদিকে অনুষ্ঠানের মাঝে মেয়র রাব্বানীর কাছে এমপি আব্দুল ওয়াদুদ দারার মায়ের মূত্যুর খবর আশে। অনুষ্ঠানের শেষে এমপি দারার মায়ের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ও মোনাজাত শেষে মেয়র রাব্বানী তার অনুগতদের নিয়ে জানাজায় অংগ্রহণের জন্য রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহের উদ্দেশ্যে রওয়ানা দেন।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page