• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

চরবাগডাঙ্গায় পদ্মা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন-আব্দুল ওদুদ এমপি

আপডেটঃ : সোমবার, ১৬ জুলাই, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্ত ঘেঁষা চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আব্দুল ওদুদ এমপি। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি ঐ এলাকায় যান এবং নদী ভাঙ্গনের বিভিন্ন দিক ঘুরে দেখেন।পরে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর আলীর সভাপতিত্বে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন আব্দুল ওদুদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকশৌলী সৈয়দ সাহেদুল আলম।প্রকশৌলী মো. ওয়াহেদুজ্জামান, জেলা পরিসদ সদস্য মো. সাদরুজ্জামান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন, নদী ভাঙ্গন রোধ কল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হয়েছে, অচীরেরই যেন এ এলাকায় বাঁধ নির্মাণ করা হয়। এরি লক্ষে ইতোমধ্যে ৩২০ কোটি টাকার জিবিপি প্রস্তাবনা পাঠানো হয়েছে। এটি পাস হয়ে গেলেই দ্রুত এ এলাকায় নতুন করে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। তিনি আরো বলেন, আপনাদের এলাকার রাস্তা প্রায় তিন ফিট বড় করা হবে। মেঠোপথ গুলোতে হেয়ারিং রাস্তা আমি তৈরি করার ব্যবস্থা গ্রহণ করেছি। সামনে নির্বাচনে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কাজ করবেন। লক্ষ একটাই নৌকা প্রতীকের হয়ে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।পরে সংসদ সদস্য ভাঙ্গন কবলিত এলাকায় যেয়ে নদীতে বালুবর্তি জিওব্যাগ (বস্তা) ফেলে ভাঙ্গনরোধে সাময়ীক কর্মসূচীর উদ্বোধন করেন। পানি উন্নয়ন বোর্ড নদীতে বালুভর্তী জিও ব্যাগ (বস্তা) ফেলে ভাঙ্গন ঠেকাতে কাজ শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ