• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ২ ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

আপডেটঃ : সোমবার, ১৬ জুলাই, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. লুৎফর রহমান হত্যা মামলায় ২ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এ ঘটনায় মামলার অপর ৫ আসামীকে খালাস দেয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকবহরমের গোলাম মোহাম্মদের ছেলে বোগদাদ আলী (৪৬), মো. মনিমের ছেলে মো. সাদ্দাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৫ আগস্ট বাড়ির পাশে গরুর গোবর রাখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লুৎফর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় লুৎফর রহমানের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে দন্ডপ্রাপ্ত বোগদাদ ও সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ২০১৩ সালের ৩০ জুন আদালতে চার্জশীট দাখিল করেন এবং মামলার তদন্ত করেন এসআই রওশন কবীর। নিহত লুৎফর রহমান চুনাখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ