• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:০২ অপরাহ্ন

জলবায়ু অভিযোজন বিষয়ক মাঠ ফসলের গবেষনা বিষয়ক সভা অনুষ্ঠিত

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

ভোলা প্রতিনিধি॥
ইসলামিক রিলিফ বাংলাদেশের সমন্বিত টেকশই উন্নয়ন প্রকল্পের অধিনে ভোলায় জলবায়ু অভিযোজন বিষয়ক মাঠ ফসলের গবেষনার সার সংক্ষেপ উপস্থাপনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রোযেক্টরের মাধ্যমে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলায় ইসলামিক রিলিফের মাধ্যমে পরিক্ষামুলক বিভিন্ন ফসল উৎপাদনের প্রামান্য চিত্র উপস্থাপনার মধ্য দিয়ে গিবেষনার সার সংক্ষেপ উপস্থাপনা করেন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাদের।
এসময় বক্তব্য রাখেন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড.মোঃ আবদুল মোমেন মিঞা,  অধ্যাপক ড. জাহাঙ্গির আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান, ইসলামিক রিলিফের বাংলাদেশের প্রধান কর্মকর্তা গোলাম  মোতাছিম বিল্লাহ, লাইভহুডের প্রোগ্রাম ম্যানেজার এহসানুল হক , জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ আবু তাহের,  দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইসলামিক রিলিফের সমন্বিত টেকশই উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারি আবু নুর মোঃ খালিদ।
বক্তরা বলেন  সরকারি এবং বেসরকারি বিভিন্ন  সংস্থার সহায়তায় বাংলাদেশ কৃষিতে  ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে । কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারনে কৃষি উপাদন চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে ।  তাই জলবায়ু পরির্বতনের ঝুকি মোকাবেলায় পবির্বতিত জলবায়ুর সাথে খাপ খাওয়ানের মত উপযোগি জাত উদ্ভাবনের প্রতি নজর দিতে হবে । এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে কৃষকদের আধুনিক প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত করতে হবে ।
অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তা মো: মনির হোসেন, আবু সোলায়মান , মো: মামুন সহ ভোলা জেলার ৭ উপজেলার কৃষি কর্মকর্তা , তজুমুদ্দিন উপজেলার সকল ইউনিয়নের জন প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাংবাকিবৃন্দ উপস্থিত ছিলেন ।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page