• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ইসি

আপডেটঃ : বুধবার, ১৮ জুলাই, ২০১৮

আগামী একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আপাতত স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিসরে ইভিএম ব্যবহারের পর জাতীয় নির্বাচনে সীমিত পরিসরে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে আমাদের ইভিএম ব্যবহার করার চিন্তা থাকবে। তবে ব্যবহার করা হবে কি হবে না এই ব্যাপারে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
গত সোমবার দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আগামী দিনগুলোতে যত ধরনের স্থানীয় নির্বাচন হবে সেখানে আমরা ইভিএম ব্যবহার করবো। যদি এখানে আমরা কার্যকরী রেজাল্ট পাই তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কিছু কিছু কেন্দ্রে আমাদের ইভিএম ব্যবহার করার চিন্তা থাকবে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার জন্য প্রাথমিক পর্যায়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তারপরে রাজনৈতিক দলগুলোর সাথেও মতবিনিময় করার সিদ্ধান্ত আছে। এছাড়াও আরপিও সংশোধনীর বিষয় তো আছেই। সব কিছু মাথায় রেখেই কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ