• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

তানোরে শীর্ষে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ

আপডেটঃ : শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

তানোর প্রতিনিধি॥
শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে মনোযোগ সহকারে পাঠদান করায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। আবার শিক্ষার্থীরাও সেখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সমাজে বড় ভূমিকা রাখতে পারেন। তানোরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যখন শিক্ষা নিয়ে বাণিজ্য করতে মাতোয়ারা তখন ব্যতিক্রম কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ। কলেজ অধ্যক্ষ আতাউর রহমানের নিবিড় পর্যবেক্ষণের কারণে এখানে শিক্ষকরা ক্লাস ফাঁকি দিতে পারেন না, আবার শিক্ষার্থীরাও অনুপস্থিত থাকতে পারে না। অধ্যক্ষর প্রচেস্টায় ও শিক্ষকদের মনোযোগ সহকারে পাঠদান করায় কলেজটি এবারো উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে।
রাজশাহী শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় এবারো তানোরের কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ তাদের সুনাম ধরে রেখে শতভাগ পাশের রেকর্ড গড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জানা গেছে, কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় মোট ৪৫ জন শিক্ষাার্থী অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ন হয়েছে। মানবিক বিভাগ ২৭ জন, বিজ্ঞান বিভাাগে ১০ জন ও বানিজ্যি বিভাগে ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এদের মধ্যে বানিজ্যি বিভাগ থেকে মুক্তা নামে একজন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীর্ন হয়েছে। মুক্তা বলেন, পাঠদানে শিক্ষকের আন্তরিক প্রচেস্টা ও তাদের দিকনির্দেশনা অনুসরণ করে মনোযোগ সহকারে লেখাপড়া করায় ভালো রেজাল্ট করেছি। এ বিষয়ে কৃৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান বলেন, আমাদের সবার আন্তরিক প্রচেষ্টা ফলে এ সাফল্য অর্জন করেছি, সেই সাথে ভবিষ্যতে আরও ভালো ফলাফল যেন করতে পারে সেই জন্য এলাকাবাসীসহ অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করছেন। এদিকে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকত আলী শতভাগ সাফল্যের জন্য কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ