• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

অর্থনৈতিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় – – – স্পীকার

আপডেটঃ : সোমবার, ২৩ জুলাই, ২০১৮

রংপুর অফিস॥
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উন্নয়ন আজ দৃশ্যমান এই উন্নয়ন সুবিধা সারাদেশের জনগণ ভোগ করছে। তিনি বলেন, আজ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়। তিনি গতকাল সোমবার রংপুরের পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া দ্বিমুখী স্কুল এন্ড কলেজ মাঠে ৪ নং কুমেদপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত “মা সমাবেশে” প্রধান অতিথির  বক্তৃতায় এসব কথা বলেন। স্পীকার বলেন, সারাদেশে বর্তমান সরকার উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ ও নারীর উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার ফলশ্রুতিতে বেকারত্ব হ্রাস পেয়েছে এবং নারী শিক্ষার প্রসার ঘটেছে। নারীরা অর্থনীতিতে অসামান্য অবদান রাখছে। তিনি বলেন, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের কারণে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস পেয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিধবা ভাতা পাচ্ছে প্রায় ১০লাখ নারী। স্পীকার আরও বলেন, ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। এর আগে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা পরিষদের নিজস্ব তহবিলের আওতায় “দু:স্হ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান” অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, দেশের সামজিক উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে নারী ক্ষমতায়নে রোল মডেল। ক্ষেত্রমত সুযোগ তৈরী করে দিলে নারীরা কাঙ্খিত অবদান রাখতে পারে। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম,বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখা সাধারন সম্পাদক আলহাজ্ব এড. রেজাউল করিম রাজু ও জেলা পরিষদের সকল সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ