• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:

নওয়াজ শরিফের হাসপাতাল এখন সাব-জেল

আপডেটঃ : সোমবার, ৩০ জুলাই, ২০১৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করার একদিনের মাথায় ওই হাসপাতালকে সাব-জেল ঘোষণা করলো পাকিস্তান প্রশাসন।  হৃৎপিণ্ডে সমস্যা দেখা দেওয়ায় গতকাল রবিবার তাকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস) হাসপাতালে ভর্তি করা হয়। তার জন্য পাঁচ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

 

 

 

দুর্নীতির দায়ে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরিফ। গত ১৩ জুলাই থেকে পাঞ্জাবের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন তিনি।

 

 

 

গত সপ্তাহেই জানা যায়, শরিফের কিডনিতে সমস্যা রয়েছে। চিকিৎসকরা জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, শরিফের দু’টি হাতে সারাক্ষণ ব্যথা হচ্ছে। শরীরে স্বাভাবিক রক্ত সঞ্চালন না হওয়ার কারণেই শরিফের এরকম সমস্যা হচ্ছে।

 

 

 

এছাড়া তার রক্তে স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ বেশি ইউরিয়া রয়েছে। তার কিডনিতে বড় ধরনের সমস্যা হতে পারে, এমন সম্ভাবনায় চিকিৎসকরা তাকে হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ