• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে যাব: খন্দকার মোশাররফ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ আবারও ৫ জানুয়ারি স্টাইলে বিএনপিকে ছাড়া নির্বাচনী নাটক মঞ্চস্থ করে ক্ষমতা দীর্ঘায়িত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্জন কারাগারে অন্তরীণ করে রাখা তাদের সেই ষড়যন্ত্রেরই অংশ। সরকার আইনি মারপ্যাচে ফেলে বেগম জিয়াকে মুক্তি দিচ্ছে না। তার সুচিকিৎসা করা হচ্ছে না। তার প্রতি অমানবিক আচরণ করছে। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি আদায় করে মুক্ত খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাব ইনশাআল্লাহ।’
সোমবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের দোনারচর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত ‘সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা জুয়েল প্রধান রায়হানের শোকসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সরকার গায়ের জোরে জনগণের যৌক্তিক দাবি মানছে না, গড়িমসি করছে। দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। অর্থনীতি এখন স্থবির। বৈদেশিক বিনিয়োগ নেই। কর্মসংস্থান নেই। আইনের শাসন নেই। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। সর্বত্র এক জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। জনগণ এই অবস্থা থেকে মুক্তি চায়।’
স্থানীয় বিএনপি নেতা এনামুল হক সরকারের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেলোয়ার হোসেন মিয়াজী, রমিজ উদ্দিন, আজহারুল হক শাহীন, নুর মো. সেলিম সরকার, নুরুল আমীন সরকার, আরিফ মাহামুদ, কাউসার আলম সরকার, খন্দকার বিল্লাল হোসেন, আব্দুল মতিন, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, ফরিদা ইয়াসমীন ডলি ও আইরীন সরকার প্রমুখ।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page