• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

মোটরসাইকেল চালককে হেলমেট ব্যবহারে উৎসাহিত- ট্রাফিক পুলিশ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ২০ আগস্ট, ২০১৮

রংপুর প্রতিনিধি॥
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ নির্দেশনায় সড়ক পথে দুর্ঘটনা রোধসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কার্যক্রম শুরু করেছে রংপুর ট্রাফিক পুলিশ। রোববার সকালে রংপুর জিলা স্কুল মোড় বঙ্গবন্ধু চত্ত্বর থেকে এই কার্যক্রম শুরু হয়। বিভিন্নস্থান থেকে বিভাগীয় নগরী রংপুরে প্রবেশধারী মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। বিশেষ এই কার্যক্রমের প্রথমদিনে হেলমেট ব্যবহার না করায় মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা বা মামলা করা হয়নি। তবে আজ রোববার থেকে মোটরসাইকেল চালকরা হেলমেট ছাড়া বের হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। রোববার সকালে পায় পাঁচ শতাধিক মোটরসাইকেল চালককে হেলমেট ব্যবহারে উৎসাহিত করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এসময় হেলমেট ছাড়া আটক হওয়া চালকরা নতুন হেলমেট কিনেন। কেউবা বাসায় রেখে আসা হেলমেট নিয়ে এসে আটক গাড়ি ছেড়ে নেন। ট্রাফিক পুলিশের ইনচার্জ খান মোঃ মিজানুর রহমান ফাহমি বলেন, গণপরিবহনে বিশৃঙ্খলা রোধসহ সড়কে বেপরোয়া যানবাহন চলাচল বন্ধ ও ট্রাফিক আইন মানতে জনসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় সারাদেশে এই কার্যক্রম শুরু হয়েছে। রংপুরে এই কার্যক্রম অব্যহত থাকবে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page