• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

শোক দিবসের অনুষ্ঠানে মানুষের ঢল

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপত্তি ও বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এদিকে শোক দিবসের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশা ও সর্বস্তরের মানুষের ঢল নামে ফলে এক পর্যায়ে তা সমাবেশে পরিণত হয়ে উঠে।
চলতি বছরের ২৮ আগস্ট মঙ্গলবার কলমা ইউপির দরগাডাঙ্গা হাট চত্ত্বরে কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাদেকুননবী বাবু চৌধূরী, কলমা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রওসান, আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, সরকার শফিকুল, আব্দুল মান্নান, টিপু, নুরুল ইসলাম, মাকসুদুজ্জামান ওরফে টুটুল, রোকন উদ্দীন, ইউপি সদস্য আবু সাঈদ, কলমা ইউপি ছাত্রলীগের সভাপতি মোর্সেদুল মোমেনিন রিয়াদ ও সৈনিক লীগের সাধারণ সম্পাদক তানভির রেজা প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী-পেশা ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page