• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

কোটা বহাল রাখার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের মানববন্ধন

আপডেটঃ : বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ॥
আদিবাসী, উপজাতি,ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠির কোটা বহাল রাখার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আদিবাসীরা। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচীর আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম।  প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু, সাধারণ সম্পাদক প্রভাত টুডু, সদও উপজেলা আদিবাসী সমাজকল্যাণ সমিতির সভাপতি কর্ণেলিউস মুরমু, আদিবাসী নেতা লুইস টুডু, শিক্ষক বিশ^নাথ মাহাতো,  শিক্ষার্থী মিন্না মুরমু প্রমুখ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতেই কোটা পদ্ধতি প্রবর্তন করেছিলেন, কিন্তু প্রচলিত কোটা বাতিল করা হলে আদিবাসী, উপজাতি, নৃ-গোষ্ঠিসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠির উচ্চ শিক্ষার সুযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে আরো পিছিয়ে পড়বে। তাই বর্তমান কোট ব্যবস্থা বহাল রাখার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের কাছে প্রধানমন্ত্রী বরাবরে লেখা স্মারকলিপি হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ