• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

সীমান্তে অস্ত্র ও গোলাবারুদসহ ২ সহোদর ভাই আটক

আপডেটঃ : বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকার একটি বাড়ি তল্লাশি করে অস্ত্র, গুলি ও পেট্রোল বোমাসহ দুই সহোদর ভাইকে সন্দেহজনকভাবে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. রাশেদ আলী সকাল ১০টায় নিজস্ব কনফারেন্স রুমে এক প্রেসব্রিফিং এ জানিয়েছেন, গোপন গোয়েন্দা সংবাদের তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত ব্যাটালিয়নের অধিনস্থ শিবগঞ্জ উপজেলার চৌকা বিওপি এলাকার সীমান্ত পিলার ১৭৫/২-এস হতে ৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ব্যাটালিয়ন সদরের ১৩ সদস্য বিশিষ্ট টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মনাকষা ইউনিয়ন পরিষদ সদস্য ডালিমের উপস্থিতিতে উপজেলার সাতরশিয়া এলাকার মৃত আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে শওকত আলী (৫০) ও লোকমান হোসেন (৪৫) কে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাদের বাড়ির পেছনের পরিত্যাক্ত রান্নাঘর তল্লাশি করে ২টি ইউএস তৈরী পিস্তল, ২টি ভারতীয় তৈরী ওয়ান সুটার পিস্তল, ৪টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১০টি প্লাস্টিক বোতলে তৈরী পেট্রোল বোমা ও ১০ খানা জিহাদী বই পাওয়া যায়। তবে এলাকার গ্রুপিং এর জের ধরে বিরোধী গ্রুপ তাদের ফাঁসানোর জন্য অস্ত্র ও গোলাবারুদ গুলি সেখানে ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে তাদের সোপর্দ করা হয়েছে এবং ব্যাপক তদন্তের পর আসল ঘটনা উদ্ধার হতে পারে বলে বিজিবি কর্তৃপক্ষ মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ