• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

 সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেটঃ : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
পাবনার ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক সাংবাদিক “সুবর্ণা আক্তার নদী” হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকবৃন্দ’র ব্যানারে মানববন্ধন হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন জেলার কয়েকটি সাংবাদিক সংগঠন। মানববন্ধন চলাকালে “সুবর্ণা আক্তার নদী”সহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহাঃ জোনাব আলী, আঞ্চলিক সাংবাদিক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ’র আহ্বায়ক হারুন-অর রশিদ, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আলী, আঞ্চলিক সাংবাদিক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ’র সদস্য গোদাগাড়ী রিপোর্টারস ইউনিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আজম অপুসহ অন্যরা। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশালিন হক, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো, শফিকুল ইসলাম, ম্যাংগো সিটি বিডি’র সম্পাদক রিপন আলি রকি, বিজয় নিউজ বিডি’র সম্পাদক মো. রফিকুল ইসলামসহ জেলা ও পার্শ্ববর্তী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মীরা। বক্তারা ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক সাংবাদিক “সুবর্ণা আক্তার নদী” হত্যায় জড়িতদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ