• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

তানোরে খাস সম্পত্তি জবরদখল প্রশাসন নিরব !

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোর পৌর এলাকার হাবিবনগর গ্রামের বাসিন্দা মৃত ফকির মন্ডলের পুত্র সুমন মন্ডলের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি খাস সম্পত্তি জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাবিবনগর গ্রামের মুকুল হোসেন বাদি তানোর থানায় লিখিত অভিযোগ করেছে। তানোরের কালীগঞ্জহাট সংলগ্ন প্রায় অর্ধকোটি টাকা মূল্যর সরকারি খাস সম্পত্তি জবরদখলের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অথচ রহস্যজনক কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করে চলেছে। এদিকে থানায় অভিযোগ করায় অবৈধ দখলদারগণ অভিযোগকারিকে প্রাণনাশ এমনকি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাটের এক ভাত ব্যবসায়ী বলেন, ভূমি অফিসের কর্মকর্তা ও হাট ইজারদার বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে এসব অবৈধ ঘর নির্মাণে সহায়তা করছে। এলাকাবাসি এসব সম্পত্তি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
চলতি বছরের ৪ সেপ্টেম্বর মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, হাট ইজারদার ইজাজুল ইসলাম তোতা ও সুমন তাদের লোকজন নিয়ে লাঠি-শোাঠা হাতে পাহারা বসিয়ে ঘর নির্মাণের কাজ করছে। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের লাঠি পেটা করার হুমকি দিয়ে হাটছাড়া ছাড়া করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তাদের উচ্ছেদ করা না হলে তাদের দেখাদেখি অন্যরাও সরকারি খাস সম্পত্তি জবর দখলের জন্য ব্যাপক প্র¯ত্ততি নিয়েছে। ফলে সরকারি খাস সম্পত্তি জবর দখলের ঘটনায় রক্তক্ষয়ি সংঘর্ষ বা খুন-জখমের ঘটনা ঘটতে পারে বলে এলাবাসি শঙ্কিত হয়ে পড়েছে। এব্যাপারে তানোর থানার এসআই মাহাবুব বলেন, সুমনের বিরুদ্ধে সরকারি খাস সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে,তবে এটা পুলিশের কাচ নয় এটা ভূমি অফিসের কাজ। এব্যাপারে সুমন মন্ডল বলেন, সরকারি খাস সম্পত্তি পড়ে থেকে নস্ট হচ্ছে তাই সেখানে ঘর নির্মাণ করা হয়েছে এর জন্য আবার অনুমতি নেয়ার কি আছে। এব্যাপারে তানোর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এ বিষযে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page