• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:

শোভাবর্ধন ও দৃষ্টিনন্দন প্রকল্পের কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র এস.এম. নজরুল

আপডেটঃ : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরকে শোভাবর্ধন ও দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় বুধবার সকালে উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের বিউটিফিকেশন কাজের উদ্বোধন করা হয়েছে। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম অতিথি হয়ে এ প্রকল্পের কাজের উদ্বোধন করেন। প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজের উদ্বোধন কালে পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম বলেন, নগরবাসীর উন্নত সেবা নিশ্চিত করতে এক বছরের মধ্যে পৌর এলাকার রাস্তা ঘাট, সুপ্রিয় পানি ও দৃষ্টি নন্দন প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সকল মানুষের বাসযোগ্য একটি শহর উপহার দিতে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ ছাড়া পৌর শহরকে শোভাবর্ধন করতে শহরের কাওয়াক মোড়, শ্রীকোলা মোড়, পৌর উন্মুক্ত মঞ্চ ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় দৃষ্টি নন্দন প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে। দৃশ্যমান প্রকল্প গুলো বাস্তবায়িত হলে পৌরবাসী এর সুফল ভোগ করবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সকল ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ হাতে নেয়া হয়েছে। এ সময় পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেবু, শহিদুল ইসলাম, আজাদ হোসেন , উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম সহ স্কুলের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ