• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

সামুর নেতৃত্বে রংপুর বিএনপির বিশাল সমাবেশ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

রংপুর অফিস॥
আর দলীয় কার্যালয়ে নয়, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার মামলায় দলীয় প্রধানকে কারাগারে বন্দি করে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার রাষ্ট্রীয় ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তারা। কারাবন্ধি বেগম খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি ও নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। গতকাল রোববার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী রংপুরের ছাত্রনেতা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে মূল সড়কে বের হতে চাইলে পুলিশি বাধায় কার্যালয়ের সম্মুখেই আটকে পড়েন তারা। এসময় পুলিশের সাথে বাক-বিতন্ডা হয়। পরে পুলিশি বেষ্টনিতে কার্যালয়ের ভিভরের গলিতে সমাবেশ করেন দলটির নেতারা। সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও আনিছুর রহমান লাকুর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান, স্পেন বিএনপির যুগ্ন সম্পাদক জাকির হোসেন, মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ পাটোয়ারী, বদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান রানা, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদল সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা যুবদল সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা,  মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান খান শ্রাবণ প্রমুখ। সমাবেশে বিএনপি নেতারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেয়া হলে আগামী দিনে পুলিশি ব্যারিকেড ভেঙ্গে রাজপথ দখল করা হবে। আর দলের কার্যালয়ে নয়, এখন থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে অলিগতিতে মিছিল সমাবেশ হবে। দলীয় প্রধানের মুক্তি ছাড়া দেশে আর কোন জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন তারা। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা প্রত্যাহার ও বিএনপি কেন্দ্রীয় ও তৃণমূলের সকল রাজবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান। এর আগে রংপুরের আট উপজেলা ও মহানগরী বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে খন্ড খন্ড মিছিল নিয়ে কার্যালয়ে আসেন। এসময় কার্যালয়ে আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page