• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

সিদ্দিক রাজাকারের বিরুদ্ধে গ্রামবাসীর স্মারকলিপি

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড়া গ্রামের চিহ্নিত যুদ্ধাপরাধী আবু বক্কর সিদ্দিক (৭০) ওরফে সিদ্দিক রাজাকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে গ্রামবাসী। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ১৫৭ জন গ্রামবাসী স্বাক্ষরিত স্মারকলিপিটি পেশ করা হয়। এ সময় একজন মুক্তিযোদ্ধা একাত্তরে সিদ্দিক রাজাকারের ভূমিকা তুলে ধরেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পুঠিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী এবং সরাসরি যুদ্ধাপরাধে জড়িত ছিলেন। এলাকায় তিনি ‘সিদ্দিক রাজাকার’ নামে পরিচিত। দেশ স্বাধীনের পরও তাঁর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না হওয়ায় বর্তমানে তিনি বেপরোয়া। অন্যের জমি দখল, তুচ্ছ কারণে নীরিহ লোকদের মারধর, খুন-জখমের হুমকি, মিথ্যা মামলায় হয়রানিসহ তাঁর পারিবারিক প্রভাব ও অত্যাচারে নিরীহ গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। বারবার শালিস-বৈঠকে সাবধান করায় উল্টো তিনি গ্রামের মাতব্বরদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন।
গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, সিদ্দিক রাজাকার তাঁরই সহোদর ছোটভাই সোহরাব আলীর দুই বিঘা জমি জোরপূর্বক দখল করে ভোগ করছেন। সোহরাব আলী প্রবাসে থাকায় তাঁর পরিবারের লোকদের বাড়িঘরে প্রবেশে বাঁধা দিয়ে পুকুরের মাছ ও গাছপালা বিক্রি করেন। গত ২ সেপ্টেম্বর (রবিবার) সিদ্দিক রাজাকার একই গ্রামে মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নজরুল ইসলাকে (৩০) রাস্তা থেকে অপহরন করে তাঁর ঘরে আটকে রাখেন। গ্রামবাসীর চাপে তাঁকে ছেড়ে দিলেও বর্তমানে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ১ সেপ্টেম্বর (শনিবার) আব্দুর রশিদের ছেলে সফিকুৃল ইসলাম বাবুকে (৩৫) মারধর, সামছুল মিয়ার ছেলে লিটনের বাড়িতে হামলা, হযরত আলী মুসুল্লির ছেলে ওয়াজেদ মিয়া ও মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রাজ্জাককে (৪৫) তুচ্ছ কারণে প্রাণনাশের হুমকি দেন। কিছুদিন আগে দরিদ্র রিকশা চালক চানু মিয়ার ছেলে নুর নবীকে (৩২) রিকশা ভাড়া চাওয়াকে কেন্দ্র করে মারপিট করেন। ভূক্তভোগিদের অভিযোগ, কেউ তাঁর অন্যায়ের প্রতিবাদ করলে তিনি প্রকাশ্যে বীরদর্পে বলেনÑ ‘আমি সিদ্দিক রাজাকার, কাউকে ভয় পাই না, কাকে কিভাবে সাইজ করতে হয় জানি।’
এদিকে বাধ্য হয়ে গ্রামবাসী তাঁর অত্যাচারের প্রতিকার ও একাত্তরের ভূমিকায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি দেয়। এ সময় পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল করিম উপস্থিত ছিলেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানান, ‘আবু বক্কর সিদ্দিক তাঁর সহপাঠী। একাত্তরে তিনি মুক্তিযুদ্ধবিরোধী কাজে অংশ নেন।’
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘ এ ব্যাপারে গ্রামবাসীর স্বাক্ষরিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে বলা হয়েছে।’

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page