• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

টাইমলাইনের ওপরে টুইটারের লাইভ স্ট্রিমিং

আপডেটঃ : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

লাইভ স্ট্রিমিং ভিডিও দেখানোর স্থান বদলেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এবার টাইমলাইনের ওপরেই দেখানো হবে লাইভ স্ট্রিমিং।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, “আমরা লাইভ ব্রডকাস্ট খোঁজা ও দেখাটা সহজ করছি। এখন আপনার অনুসরণ করা অ্যাকাউন্ট থেকে যখনই লাইভে আসা হবে তখনই আপনার টাইমলাইনের একদম ওপরে স্ট্রিমিং দেখানো হবে।”

নতুন এই ফিচারটি ব্রেকিং নিউজ, ব্যক্তিত্ব ও খেলাধুলার ক্ষেত্রে কার্যকর হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

“ব্রেকিং নিউজ, আপনার পছন্দের ব্যক্তিত্বকে অনুসরণ করুন এবং আপনি খেলাধুলার মুহুর্তগুলো এড়িয়ে যেতে পারেন না। এখন আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য এটি উন্মুক্ত করা হচ্ছে,”–টুইটার।

আগের মাসেই আওএস ৯ বা তার চেয়ে পুরানো সংস্করণ থেকে টুইটার অ্যাপ সমর্থন তুলে নিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন আপডেটে লাইভ স্ট্রিমিংয়ে পরিবর্তন আনার পাশাপাশি ‘অডিও-অনলি’ লাইভ ব্রডকাস্ট ফিচারও চালু করেছে মাইক্রো ব্লগিং সাইটটি।

আপাতত শুধু আইওএস গ্রাহকদের জন্যই ফিচারটি উন্মুক্ত করেছে টুইটার। শীঘ্রই অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য আপডেট উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

টুইটারের মূল অ্যাপের পাশাপাশি লাইভ স্ট্রিমিং অ্যাপ পেরিস্কোপে অডিও-অনলি ফিচারটি ব্যবহার করতে পারবেন গ্রাহক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ