• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

বাংলাদেশের কৃষিখাতের উন্নয়ন থেকে অভিজ্ঞতা নিতে চায় নাইজেরিয়া

আপডেটঃ : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

নাইজেরিয়ার কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক মিনিস্টার অব স্টেট সিনেটর হেইনকেন লোকপোবিরি তার দেশের কৃষিখাতের আরও উন্নয়নে বাংলাদেশ থেকে অভিজ্ঞতা নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন।
মঙ্গলবার নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান আবুজায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বলেন, ‘নাইজেরিয়া কৃষিখাতে বাংলাদেশ থেকে ব্যাপক অভিজ্ঞতা আহরণ করতে পারে।’
স্থানীয়ভাবে বিভিন্ন জাতের ধানবীজ উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের কৃষিখাতের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী।
ভৌগোলিক আয়তনে ছোট এবং ১৬ কোটি জনসংখ্যার এই দেশটি কিভাবে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলো সেই অভিজ্ঞতা নিতে তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন।
মন্ত্রী এবং বাংলাদেশের হাইকমিশনার উভয়ই উল্লেখ করেন যে, জোরদার দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে গুরুত্বপূর্ণ খাত হিসেবে কৃষিখাতে সম্পর্ক বৃদ্ধি দু’দেশের জন্য বিপুল সম্ভাবনার সৃষ্টি করবে।
বাংলাদেশের দূত কৃষিখাতের সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাবের বিষয় তাকে অবহিত করেন। নাইজেরিয়ার মন্ত্রী বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানান।
হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্নখাতে বাংলাদেশের চমৎকার অর্জনের কথা তুলে ধরেন।
আগামী ২০ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য এগ্রিটেক নাইজেরিয়া-২০১৮ মেগা এক্সপোতে বাংলাদেশ অংশ নেবে বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ