• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

আপডেটঃ : রবিবার, ১ জুলাই, ২০১৮

দুই গ্রামবাসীর সংঘর্ষে তিন শতাধিক শিক্ষার্থীর অর্ধ বাষিক পরীক্ষা দিতে পারছে না
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
উল্লাপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জেরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর তাদের প্রতিষ্ঠানে অর্ধ-বার্ষিক পরীক্ষা দিতে পারছে না। জানা যায়, গত ২১ জুন উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চরকালিগঞ্জ ও বন্যাকান্দি গ্রামবাসীদের  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন গুরত্বর আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র বন্যাকান্দি গ্রামবাসী চরকালিগঞ্জ গ্রামবাসীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায়  বন্যাকান্দি এন.এম উচ্চ বিদ্যালয় ও বন্যাকান্দি আলিম মাদরাসার প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না। এদিকে আজ রোববার থেকে প্রতিষ্ঠান দুটিতে অর্ধ বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এ ঘটনায় চরকালিগঞ্জ গ্রামের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রোববারের ইংরেজী পরীক্ষায় অংশ নিতে পারেনি। নিরাপত্তাজনিত  কারণে চরকালিগঞ্জ গ্রামের শিক্ষার্থীদের অভিভাবক তাদের ছেলে-মেয়েদের পরীক্ষায় অংশ নিতে দেয়নি। এ কারণে প্রায় ৩ শতাধিক পরীক্ষার্থীর পরীক্ষা দেয়া অনিশ্তি হয়ে পড়েছে।
এ ব্যাপারে বন্যাকান্দি এন.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষের ফলে চরকালিগঞ্জ গ্রামের শিক্ষার্থীরা রোববারের ইংরেজী পরীক্ষায় অংশ নিতে পারেনি।    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জানান, বিষয়টি দুঃখজনক। শিক্ষার্থীদের পরীক্ষা দিতে পথে বাধা দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ