• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

বেওয়ারিশ কুকুরের আতঙ্কে পথচলা দায়

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষ পথচলাতে বিড়ম্বনার মধ্যে পড়েছে। কুকুরের ভয়ে স্কুলগামী কোমলমতি শিশুদের নিয়ে অভিভাবকরা আতঙ্কে দিন কাটাছে। এসব বেওয়ারিশ কুকুর নিধনে পৌর কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই গত কয়েক বছর ধরে। এ কারণে দিন দিন বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ছে। ভাদ্র ও আশ্বিন মাস কুকুরের প্রজনন মৌসূম হওয়ায় সাধারণত অন্যান্য সময়ের চেয়ে এ সময় কুকুরের রাগ থাকে বেশি। এছাড়া এসব বেওয়ারিশ কুকুর রাস্তা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অপ্রীতিকর অবস্থায় দেখা যায়। এতে অভিভাবকরা ছেলে-মেয়ে নিয়ে যাতায়াত করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন। পৌর শহরের মিত্রবাটি মহল্লার এবিএম কামাল উদ্দিন জানান, কয়েকদিন আগে বাড়ির উঠানে তার পরিবারের কোমলমতি শিশুরা খেলা করার সময় কুকুরা তাদের কামড় দেওয়ার মত ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এতে সে বেওয়ারিশ কুকুরের কাছ থেকে তাদের উদ্ধার করতে গিয়ে আহতও হন। পৌর শহরে পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা, কলেজ মোড়, গুয়াগাঁও মোড়, জয়বাংলা মোড়, গ্রীন লাইন, শান্তিবাগ, নেতার মোড়, সোনালী ব্যাংক চত্তরসহ সরকারি গালার্স, মডের প্রাইমারী, সরকারি কলেজ, সবুজ স্কুলের সামনে প্রায় প্রতিদিনই ১৫/২০টি কুকুর বিভিন্ন দলের অবস্থান করে। বেশিরভাগ সময় এসব কুকুর আক্রমণ করে সাধারন পথচারীদের। এছাড়াও গরু, ছাগল, হাস, মুরগীসহ গৃহপালিত গোবাদি পশুদের কামাড় দিয়ে ক্ষতিগ্রস্থ করে এসব বেওয়রিশ কুকুর। আহতরা চিকিৎসার জন্য পীরগঞ্জ হাসপাতালে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ রোগের ভেকসিন পীরগঞ্জ হাসপাতালে পাওয়া যায় না। ক্ষতিগ্রস্থদের ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসে যোগাযোগ করতে পরামর্শ দেন তারা। এ ব্যাপারে পীরগঞ্জ পৌরসভার মেয়র কশিরুল আলম জানান, পরিবেশ মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞার কারণে বেওয়াারিশ কুকুর নিধন বন্ধ রয়েছে। যে কারণে ইচ্ছে থাকলেও বেওয়ারিশ কুকুর নিধন করা যাচ্ছে না। এক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের করার কিছুই নেই।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page