• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন

আপডেটঃ : সোমবার, ১ অক্টোবর, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥

চাঁপাইনবাবগঞ্জে গতকাল সোমবার কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগে শহরের সরকারি শিশু পরিবারে এক আলোচনাসভার আয়োজন করে। সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।  পরে, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় শিশু পরিবারের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, সোমবার থেকে ৫-১২ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো শুরু হয়েছে। এ কর্মসূচীর আওতায় জেলায় প্রায় ৪ লক্ষ ৩৭ হাজার ৭’শ ৭৯ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ