• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ইরান পাকিস্তান চুক্তি করতে গ্রীন লাইনে, রেড লাইনে যুক্তরাষ্ট্র জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান এস কে সিনহার দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন ২৬ জুন গ্রেপ্তার আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা, জব্দ ২৬ হাজার কনটেন্ট ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন জিম্বাবুয়ে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশ সফরের জন্য মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা: কাদের সামাজিক কুসংস্কার যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে প্রধানমন্ত্রী থাইল্যান্ডে পৌঁছেছেন  লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি

পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দূর্বৃত্তদের হামলায় আহত ॥ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সমাবেশ

আপডেটঃ : রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮

পাবনা প্রতিনিধি॥
পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন দূর্বৃত্তদের হামলার গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রেসক্লাব থেকে বাড়ি ফেরার পথে শহরের সেবা হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে। পাবনা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা গুরুতর আহত সাংবাদিক হাবিবুর রহমান স্বপনকে ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে তিনি ঢাকার গ্রীন রোডস্থ গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের বর্বরচিত হামলার প্রতিবাদে রবিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকরা মানবন্ধন করেছে।
পাবনা জেনারেল হাসপাতালের কতর্ব্যরত ডাক্তার অমিত কুমার সরকার জানান, আহত সাংবাদিকের মাথায় আঘাতে জখম হয়েছে, বাম হাতটি ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আহত সাংবাদিকের বরাত দিয়ে পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রেসক্লাব থেকে রিকশাযোগে শহরের দিলালপুরস্থ কফিল উদ্দিন পাড়ায় ভাড়া বাসায় ফিরছিলেন সাংবাদিক হাবিবুর রহমান স্বপন। পথিমধ্যে সেবা হাসপাতালের সামনে পৌঁছামাত্র হেলমেট পরিহিত একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রিকশার গতিরোধ করে তাকে এলোপাথারী মারপিট করে। এতে তার মাথায় ফেটে যায় এবং বাম হাত ভেঙ্গে যায়। চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সহকর্মী সাংবাদিকরা।
রবিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে বক্তব্যদেন, দৈনিক পাবনা প্রতিদিনের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকি, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, উৎপল মির্জা, আহমেদ উল হক রানা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক এসএম মাহবুব আলম, আব্দুল হামিদ খান, সৈকত আফরোজ আসাদ প্রমুখ। বক্তারা সাংবাদিকদের জন্যে দেশের মধ্যে সবচেয়ে ঝুকিপূর্ণ স্থান পাবনা বলে আখ্যায়িত করেন। তারা বলেন, একের পর এক পাবনায় সাংবাদিকরা হামলার স্বীকার হলেও প্রশাসন নির্বিকার রয়েছেন। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবী জানিয়ে তারা আরো বলেন, অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসুচি দেয়া হবে। মানববন্ধনে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী,রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে র‌্যাব ও পুলিশের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ এবং আহত সাংবাদিকের খোঁজ নিয়েছেন। তিনি আরো জানান, কারা, কি কারণে সাংবাদিক স্বপনের উপর হামলা করেছে তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ