• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

পীরগঞ্জে নৌকা প্রতীকের দাবীতে বিশাল সমাবেশ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীকের দাবীতে বিশাল সমাবেশ হয়েছে পীরগঞ্জে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার পাবলিক ক্লাব মাঠে এ সমাবেশ করে আওয়ামীলীগ। উপজেলার বিভিন্ন গ্রাম হতে হাজার হাজার আওয়ামীলীগ ও অঙ্গসংঠনগুলোর নেতাকর্মি এবং সমর্থকরা সকাল থেকে মিছিল সহকারে নৌকার দাবীতে স্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে আসতে থাকে। দুপুরে আওয়ামীলীগ ও অঙ্গসংঠনগুলোর নেতা-কর্মি ও সমর্থকরা শহরে মিছিল করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেতারা হক, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রিন্সিপাল কৃষ্ণ মোহন রায় ও শামিমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র কশিরুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ও মোজাহারুল ইসলাম, যুবলীগ সভাপতি খোরশেদ আলম মোল্লা, সড়ক পরিবহন শ্রমিকলীগ সভাপতি শাহাজাহান আলী সরকার, ছাত্রলীগ সভাপতি কিবরিয়া আল আবেদীন প্রমূখ।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক বলেন, ঠাকুরগাঁও-৩ আসনে ১৯৭০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রতিটি সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়। ২০০১ সালে এ আসনটি ষড়যন্ত্রের কারনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়। ইমদাদুল হক বলেন, ‘এরপর ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও এ আসনটি পুনরায় মহাজোটের শরিক জাতীয় পার্টি (এ) কে ছেড়ে দেয়া হলে আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দু’বারই মনোনয়ন প্রত্যাহার করে দলের প্রতি আমার আনুগত্য প্রকাশ করি।’ তিনি আরো বলেন, ঠাকুরগাঁও-৩ আসনের বিগত দু’টি নির্বাচনে আওয়ামী লীগ ও অংগসংগঠন সমূহের নেতা কর্মী সমর্থকরা নৌকায় ভোট দিতে না পারায় হতাশ। তাছাড়া সরকারি দলের এমপি না থাকায় এলাকার কাঙ্খিত উন্নয়ন ব্যাহত হচ্ছে। এ কারনে আওয়ামী লীগ ও অংগসংগঠন সমূহের নেতা-কর্মী-সমর্থকরা ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীক চায়। আজকের এই বিশাল জনসমাবেশ থেকে বুঝা যায় ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা চাই- দাবী এখন জনদাবীতে পরিনত হয়েছে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page