• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

বিএনপি এখন ড. কামালের কাঁধে ভর করছে: ওবায়দুল কাদের

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। আপনারা শান্তিপূর্ণ উৎসব পালন করেন। আমরা তাই চায়। সারা দেশে সরকারি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলেছি ২৪ ঘণ্টা আপনাদের পাশে থাকার জন্য। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। আমি আজকে আপনাদেরকে আশ্বস্ত করছি, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আপনাদের পাশে আছে এবং থাকবে। হিন্দু, মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধ।
তিনি বলেন, শারদীয় দূর্গোৎসব হচ্ছে দুষ্টের দমন শীষ্টের পালন। আপনাদের শত্রু নিরীহ মুসলমান নয়। আপনাদের শত্রু সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তিকে সমূলে উৎপাটন করতে হবে। আগামী নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে।
তিনি আরো বলেন, জাতীয় ঐক্য ফ্রন্টের ৭ দফা দাবি অবান্তর, অবাস্তব ও অসাংবিধানিক। তাদের চেয়ারপার্সন খালেদা জিয়া দণ্ডিত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হয়ে লন্ডনে পলাতক। বিএনপির অনেক সিনিয়র নেতা আছেন। তাদেরকে বাদ দিয়ে ড. কামাল হোসেনের কাঁধে কিভাবে ভর করল তা আমাদের বোধগম্য নয়। তারা ২ উইকেট পড়ে গেছে। আরও অনেক উইকেট পড়বে। অপেক্ষা করুন। আমাদেরও ১৪ দল আছে। জাতীয় পার্টি আমাদের সঙ্গে আছে। জাকের পার্টি ও বামদল আমাদের জোটে বিড়তে চায়। আমরা আমাদের ওয়ার্কিং কমিটিতে তাদেরকে জোটে আসার ব্যাপারে সিদ্ধান্ত নিব।রাজনীতিতে অনেক মেরুকরণ হবে। কখনও মেকিং হবে কখনও বেকিং হবে। মেকিং ও বেকিং চলতে থাকবে। এটাকে আমরা স্বাগত জানাই। শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেটার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।
আজ বুধবার দুপুর ১টায় কোম্পানীগঞ্জের বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার মিলন কান্তি মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বাবু অরবিন্দু ভৌমিক, নোয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page