• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতায় পিছিয়েছে বাংলাদেশ

আপডেটঃ : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী, ‘বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতায় বাংলাদেশ একধাপ পিছিয়েছে।’
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ১৪১ টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশ একধাপ পিছিয়ে ১০৩তম অবস্থানে রয়েছে।
প্রতিবেদনে, পাকিস্তানও এক ধাপ পিছিয়ে বর্তমান অবস্থান ১০৭। তবে উন্নতি করেছে ভারত। দেশটি পাঁচধাপ এগিয়ে ৬৩ থেকে ৫৮ তে অবস্থান করছে। তালিকার সবচেয়ে উপরে অবস্থান যুক্তরাষ্ট্রের। এছাড়া সিঙ্গাপুর ও জার্মানি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রতিবেদনটি তুলে ধরেন। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে প্রতিবছর এই সুচক প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী ব্যবসায়ীরা দুর্নীতিকে বড় কারন বলে উল্লখ করেন। এছাড়া অবকাঠামোগত সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, দক্ষ জনবলের অভাবকে ব্যসবায় প্রতিবন্ধকতা বলে মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ