• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:

উন্নত দেশে পরিণত হবার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার

আপডেটঃ : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা, আত্মবিশ্বাসী ও দৃঢচেতা মনোবল এবং কঠোর পরিশ্রমের ফলে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবার দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বাঙালি জাতি ও বাংলাদেশকে বিশ্বের মাঝে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করছেন।বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘পিস অ্যান্ড হারমোনি’ কবিতা গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির ভাষনে এই বক্তব্য রাখেন। আানিস মোহাম্মদ অনূদিত ও অধ্যাপক আহমেদ রেজা সম্পাদিত ‘পিস অ্যান্ড হারমোনি’ কবিতা গ্রন্থটিতে দেশের খ্যাতিমান ৭১জন কবির শেখ হাসিনাকে নিয়ে লেখা ৭১টি কবিতা ইংরেজী ও বাংলা উভয় ভাষায় প্রকাশিত হয়েছে।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইটির প্রকাশনা উৎসব কমিটি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরিন আহমাদ। সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপিকা পান্না কায়সার। আরও বক্তব্য রাখেন সাবেক সচিব আজিজুর রহমান আজিজ, ড. আবুল আজাদ, বইটির সম্পাদক অধ্যাপক আহমেদ রেজা, অভিনেত্রী শমী কায়সার ও বইটির অনুবাদক আনিস মোহাম্মাদ।
কেন্দ্রীয় খেলাঘরের শিশু শিল্পীদের ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ শত সুন্দর’ গানটি পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ও বইটির ওপর দুটি প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়। মঞ্চের পর্দায় সারাক্ষণ বইটিতে লেখা কবিতার ৭১জন কবির প্রতিকৃতি প্রদর্শিত হয়। আলোচনা শেষে বুলবুল ললিতকলা একাডেমির শিল্পীরা কবিদের কবিতার ওপর গান পরিবেশন এবং কবিদের স্বকণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
স্পিকার ড. শিরিন বইটি সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের এমন কোন দিক নেই, যা কবিরা তাদের কবিতায় বলেননি। বইটি বাংলা কবিতার ভুবনে অনন্য স্বাক্ষর হয়ে থাকবে। কেননা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় শক্তি হচ্ছে দেশবাসির প্রতি গভীর আত্মবিশ্বাস এবং মানুষের ভালোবাসা। প্রধানমন্ত্রীর এই ভালোবাসা প্রাপ্তি ও তার প্রতি কবিদের প্রানান্ত বিশ্বাসের প্রতিফলন ঘটেছে কবিতাগুলোতে। তিনি বইটিতে লেখা কবিতার কবিদের বিশেষ ধন্যাবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ