• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্ট নেতারা

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশের আগে শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা।
বুধবার তারা হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারতের সময় দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপি ও জোটের অনেক নেতারা। এর আগে ভোর ছয়টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে আসেন ফখরুলসহ জোটের নেতারা। সেখান থেকে তারা সরাসরি মাজারে যান।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক জানান, দুই আওলিয়ার মাজার জিয়ারতের পর হোটেলে বিশ্রাম শেষে সমাবেশে যোগ দেবেন নেতারা। এর আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি রাত আটটার দিকে মাজার জিয়ারতে যান। বুধবার দুপুর দুইটায় সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page