• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

গ্রামীণ সেতুর উন্নয়নে বিশ্বব্যাংকের সাড়ে ৪২ কোটি ডলার ঋণ অনুমোদন

আপডেটঃ : শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

দেশের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৪২ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। গ্রামীণ সড়কের সেতুগুলোর উন্নয়ন এবং উন্নত করে গড়ে তুলতে এই অর্থ ব্যবহার করা হবে।
গতকাল বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণ সেতুর উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দেশের দুই-তৃতীয়াংশ মানুষ উপকৃত হবে। প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার ৮৫ হাজার মিটার সেতুর রক্ষণাবেক্ষণ করা হবে। সেইসাথে ২৯ হাজার মিটার সেতুর সংস্কার এবং নতুন করে ২০ হাজার মিটার সেতু তৈরি করা হবে। এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে ৫৫ লাখ জন-দিবস কর্মসংস্থান তৈরি হবে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান উল্লেখ করেছেন, এই প্রকল্প দেশের গ্রামীণ জনগোষ্ঠীর বাজার, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে গমনের পথ সুগম করবে। প্রকল্পটি উপকূলীয় অঞ্চলসহ ৬১টি জেলায় বাস্তবায়ন করা হবে। দুই শতাংশ সুদে ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ