• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:

সংলাপের পর বিএনপির সভা-সমাবেশ উন্মুক্ত হয়েছে: নৌমন্ত্রী

আপডেটঃ : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের পর বিএনপির সভা সমাবেশ উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সকালে মাদারীপুর জেলার আচমত আলী খান স্টেডিয়ামে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপির কার্যক্রমের উপর কোন বিধি নিষেধ থাকছে না। এটাও তো আলোচনার সফলতা। এতে পরিষ্কার হয়, সংবিধান ঠিক রেখে আলোচনা কিংবা সংলাপে যেটা করা সম্ভব সরকার আন্তরিকতার সঙ্গে সেটা করবে।
তিনি আরো বলেন, ঐক্যফন্টের নেতা ড. কামাল হোসেন সংলাপে সন্তুষ্টি হয়েছেন বলে জানিয়েছেন। এই ধরনের আলোচনা একদিনে শেষ হওয়ার নয়। তাদের প্রথমদিনের আলোচনা ব্যর্থ হয়নি বলেও জানান তিনি।
শাজাহান খান বলেন, সংলাপে অংশ নেওয়া বিএনপির মূল উদ্দেশ্য ছিল খালেদা-তারেকের মুক্তির দাবি। আর দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি বিষয় একমাত্র এখতিয়ার আদালতের। বিএনপি শুধু মিথ্যেই বলে বেড়ায়। তারা এটা বুঝে না যে, সাজাপ্রাপ্ত আসামিকে আইনিভাবে মোকাবেলা করে আদালত থেকে বের করা যায়। খবর: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ