• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

আমরা কোনো তালিকা নিয়ে সংলাপে যাবো না: এরশাদ

আপডেটঃ : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা কোনো তালিকা নিয়ে সংলাপে যাবো না। আমরা চাই সবার অংশ গ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। সংলাপে আমরা আসন বন্টন নিয়েও আলোচনা করবো।’
আজ শনিবার বিকেলে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, এসএম ফয়সল চিশতী, আজম খান, মোজর (অব.) খালেদ আখতার ও ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু।
তিনি বলেন, আগামী নির্বাচনই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। আমরা ক্ষমতায় গেলে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।
হুসেইন মুহম্মদ এরশাদ বিএনপির সমালোচনা করে বলেন, দলটি আমাকে বিনা বিচারে ৬ বছর কারাগারে আটকে রেখেছিলো। এখন সেই দলটির প্রধান আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে আছেন। আবার সেই নেত্রীর ছেলেও আদালতে দোষী সাব্যস্ত হয়ে বিদেশে আছেন, সেও দেশে ফিরতে পারবে না। তাই দেশের রাজনীতির মাঠে এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আছে। আমরা শক্তিশালীভাবে নির্বাচন করলে ক্ষমতায় যেতে পারবো।বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ