• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৫ অপরাহ্ন

শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু

আপডেটঃ : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
অবশেষে ১০ নভেম্বর থেকে পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা লাইনে সরাসরি আন্তঃনগর দ্রুতযান/একতা এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে। শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার। ট্রেন চলাচলের উদ্বোধনের মধ্যদিয়ে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাবাসীর প্রায় ৩০ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পুরন হলো। ট্রেনটি পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে সকাল ৭টা ২০ মিনিটে এবং পীরগঞ্জে রেল স্টেশনে পৌছে সকাল ৮টা ৫০ মিনিটে। এখানে আন্তঃনগর ট্রেনের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ইয়াসিন আলী এমপি। এ সময় শতশত উৎফুল্ল জনতার উদ্দেশ্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির ফসল আজকের এই ডুয়েল গেজ লাইন ও আন্তঃনগর ট্রেন। ঠাকুরগাঁও ও পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের এ দাবী পুরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেল মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  পীরগঞ্জ পৌরসভার মেয়র কশিরুল আলমসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ট্রেনটি এক নজর দেখতে শতশত উৎসুক জনতার সকাল থেকে স্টেশন ইয়াডে ভিড় জমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ