• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ১৮তম শাহাদৎ বার্ষিকী পালন

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

পাবনা প্রতিনিধি॥
পাবনায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারী ও মুক্তিযুদ্ধকালীন সময়ে বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনী প্রধান, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ১৮তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শহরের গোপালপুর ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসুচী পালন করেন। কর্মসূচীর মধ্যে ছিল শহরের আরিফপুর গোরস্থানে মরহুমের কবরে পুষ্পার্ঘণ অর্পন ও জিয়ারত, দিনব্যাপী পবিত্র কোরআনখানী, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল এবং বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত। গোপালপুর ক্লাব চত্বরে দোয়া মাহফিলে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক সহবিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পাবনার গণমানুষের প্রাণপ্রিয় নেতা মরহুম রফিকুল ইসলাম বকুল পাবনা সদর আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭১ সালে ২৩ মার্চ শহরের টাউন হল ময়দানে পাবনায় সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তিনি দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা বিএনপি’র সভাপতি ও জাতীয় সংসদ সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, রফিকুল ইসলাম বকুল ২০০০ সালের ১০ নভেম্বর ঢাকা থেকে পাবনা ফেরার পথে যমুনা সেতুর পুর্বপাড়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page