• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

সংলাপে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছি, জ্বালাও পোড়াও করলে ক্ষমা নেই: প্রধানমন্ত্রী

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছি। জনগণ যাকে ভোট দেবে, সেই ক্ষমতায় আসবে।
গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে রংপুরের পীরগঞ্জ, গোপালগঞ্জের কোটালিপায়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কোনো জ্বালাও-পোড়াও হলে ক্ষমা নেই। তাদের কঠোর শাস্তি পেতে হবে। জনগণের জানমাল রক্ষায় যা যা করনীয় আইন-শৃঙ্খলা বাহিনী তাই করবে।’
পৃষ্ঠা জনগণের দোরগোড়ায় দিয়ে সরকারের উন্নয়নের প্রচার ও নৌকায় ভোট চাইতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের জন্য উন্নয়ন করেছি। কোন আসনে জয়লাভ করেছি কোথায় করিনি-কিন্তু সব জায়গায় উন্নয়ন করেছি। শহীদ নূর হোসেনকে স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নূর হোসেন মন্ডল আওয়ামী লীগে যোগ দেন।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page