• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

ময়মনসিংহে দুই ওসিসহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

ময়মনসিংহ প্রতিনিধি॥
ময়মনসিংহে ক্ষমতার অপব্যবহার ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে তারাকান্দা থানার ওসি মাহবুবুল হক ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) ফারুক আহামেদসহ ১০ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন তারাকান্দা উপজেলার গোপালপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও নতুন ধারা কালচারাল ইনডোর অডিটোরিয়াম লিমিটেড এর প্রধান আব্দুল জব্বার।
মামলার অপর আসামিরা হলেন- এএসআই নাজিম উদ্দিন, এফএম তোফায়েল, কনস্টেবল মতিউর, কং জাকির হোসেন, কং ইলিয়াস মিয়া, কং মো. হুমায়ুন কবির, কং ইব্রাহিম ও কং শফিকুল ইসলাম।
মামলাটি তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমির উদ্দিন।
ময়মনসিংহ কোর্ট ইন্সপেক্টর শেখ জাহিদুল হক বলেন, ‘তারাকান্দা উপজেলার গোপালপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন নিয়ে নতুন ধারা কালচারাল ইনডোর অডিটোরিয়াম লিমিটেড নামের একটি কোম্পানী খুলে তারাকান্দার বিভিন্ন স্থানে হাউজিসহ লটারি ও জুয়া খেলার জন্য ইনডোর অডিটোরিয়াম তৈরি ও খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। খেলা পরিচালনার জন্য এই নিয়ে হাইকোর্টের একটি রিটের আদেশও আছে আব্দুল জব্বারের পক্ষে। গত ৪ নভেম্বর হাউজিসহ লটারি খেলা উদ্বোধন করার সময় তারাকান্দা থানার ওসি মাহবুবুল হক, ডিবির ইন্সপেক্টর ফারুক আহামেদ তার কাছে পুলিশ সুপারের নামে ১০ লাখ টাকা চাঁদা, ওসি তারাকান্দা ও ইন্সপেক্টর ফারুক আহামেদকে প্রতিদিন ১ লাখ করে টাকা দেওয়ার প্রস্তাব করেন। এই প্রস্তাবে রাজি না হওয়ায় পুলিশ সদস্যরা অডিটোরিয়াম ভাঙচুরসহ মালামাল নষ্ট করে। এসময় খেলার কাজে নিয়োজিত ৩৮ জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ওই দিনই তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করে থানা পুলিশ।
বাদীপক্ষের আইনজীবী মকবুল হোসেন জানান, মামলা দায়েরের পর আদালত মামলাটি তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন। তদন্তের মাধ্যমে বাদী ন্যায় বিচার পাবেন বলে জানান তিনি।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page