• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

ভূঞাপুরে মাধ্যমিক শিক্ষকদের আনন্দ র‌্যালী

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি॥
মূল বেতনের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের ঘোষনা দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রবিবার বিকেল ৩ টায় আনন্দ মিছিল করেছে ভূঞাপুর উপজেলা শিক্ষক সমিতি। আনন্দ মিছিলটি ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহী উদ্দিনের ¡ ভূঞাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ, অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল, নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিদা খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষনা দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের জোর দাবি ও বেসরকারি শিক্ষক-কর্মচারী ‘জাতীয় করণ’ এর দাবি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে সকল রাজনৈতিক দলের প্রতিও আহবান জানান।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page