• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:১১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক ৩৬

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥
র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে গত দু’দিনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৩৬জন মাদকসেবী-ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার বিকেলে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে ২৩ মাদকসেবীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আফরোজ ভুইয়া বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্তরা হচ্ছে, মোঃ হাবিবুর (৩০), মোঃ আনারুল (৪৮), মোঃ মানিক (৩৫), মোঃ মহব্বত আলী, মোঃ মামুন (২৫), মোঃ বিষু (২২), মোঃ সেতাউর (৩৫), মোঃ হুমায়ুন কবির (৫০), মোঃ আজিজুল (৪৮), মোঃ কামরুল (২৫), মোঃ মতিউর রহমান (৩৫), সঞ্জীত মন্ডল (৩০), মোঃ আজহার (৫০), মোঃ বারিউল (২১), মোঃ বাইরুল (২৫), মোঃ তরিকুল (৩৫), মোঃ মিরাজুল (৪৫), মোঃ সেনাউল (৩৫), মোঃ আঃ সালাম (৩৫), মোঃ রজিদুল (২৮), মোঃ এনামুল হক (৩৫), মোঃ পিয়াস (১৯) ও মোঃ বাবু (২৫)। অভিযানকালে ঘটনাস্থলে ১ গাঁজা, ৩৫ হাজার লিটার চেলাই মদ, ১৭টি এ্যাম্পল, ১৫টি গাঁজা কলকি, ২২টি দিয়াশলাই ও ১৯টি গ্যাস লাইটার উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়। এছাড়া গত শনিবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামস্থ আম বাগানে অভিযান চালিয়ে ৩ হাজার ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ কবির হোসেন (৩১) কে হাতেনাতে আটক করা হয়। আটককৃত কবির হোসেন শিবগঞ্জ উপজেলার তারাপুর-ঠুঠাপাড়ার মৃত মানিকের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
অন্যদিকে একইদিন, সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে ১২ মাদকসেবীকে আটক করে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হচ্ছে, মোঃ মিজানুর রহমান (২৩), মোঃ সোহাগ (২০), মোঃ হাকিম (২৬), জিয়ারুল (৫০), মোঃ হুমায়ুন কবির (২২), মোঃ তৌফিক পারভেজ (২৬), মোঃ আসমাউল (৩৮), শহিদুল (৩০), মাকসুমুল (২৮), রনি (২৫), মোঃ নয়ন আলী (২০) ও মোঃ সোহেল রানা (৩৫)।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page