• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

এস.এস.সি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের ফরম ফিলাপের দাবীতে গাড়ী ভাংচুর

আপডেটঃ : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

ভুঞাপুৃর (টাঙ্গাইল) প্রতিনিধি॥
টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এবারের এস.এস.সি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যরা তাদের ফরম ফিলাপের দাবীতে গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে একটি ট্রাক ভাংচুর করে। ঐ দিন সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ ই মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে অকৃতকার্য শিক্ষার্থীরা একত্র হয়ে বিদ্যালয় গেটের সামনে ভূঞাপুর-তারাকান্দি রাস্তায় অবস্থান নিয়ে বসে পড়ে। এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলামের গাড়ি যেতে চাইলে তাকেও আটকে দেয়। বিক্ষুব্ধ ছাত্ররা একটি ট্রাকের সামনের গ্লাস ভেঙে ফেলে। সাথে সাথে ভূঞাপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে একজন কে আটক করে নিয়ে পরে ছেড়ে দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দীন ঘটনার স্বত্ততা স্বীকার করে বলেন, সরকারের বিধি মোতাবেক নির্বাচনী পরীক্ষায় ফেল করা ছাত্র-ছাত্রীদের আমরা ফরম ফিলাপ করিনি বিধায় তারা উক্ত্যত হয়ে এ কাজ করেছে। এবছর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২৩৩ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৭৪ জন অকৃতকার্য হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ