• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম:

‘নির্বাচনকে সামনে রেখে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

আপডেটঃ : শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এম. মাহবুবউদ্দিন খোকন বলেছেন, দুর্নীতি দমন কমিশনের মামলা পরিচালনার জন্য দুদক আইন অনুসারে সংস্থাটির নিজস্ব পাবলিক প্রসিকিউটর রয়েছে। দুদকের মামলা পরিচালনার জন্য এ ধরনের আইনজীবী থাকা সত্ত্বেও অ্যাটর্নি জেনারেল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ মামলা নিয়ে বারবার বক্তব্য দিয়ে মামলাটিকে প্রভাবিত করার চেষ্টা করছেন।

শুক্রবার ধানমন্ডিস্থ নিজ চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ার সুনাম নষ্ট করতেই অ্যাটর্নি জেনারেল সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিচ্ছেন তা বেআইনি।

ব্যারিস্টার মাহবুবউদ্দিন আরো বলেন, মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় থাকাকালে নাইকোর সঙ্গে চুক্তি হয়েছিলো, এরই ধারাবাহিকতায় খালেদা জিয়া তার সরকারের আমলে ফাইলটি অনুমোদন দিয়েছিলেন। তাই নাইকো নিয়ে কানাডিয়ান পুলিশ ও এফবিআই এর প্রতিবেদন একপেশে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ