• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৯ অপরাহ্ন

বাঘায় ট্রেন থেকে নেমে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হলেন শাহরিয়ার

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে তৃতীয়বারের মতো নৌকার মনোনয়ন পেয়ে সোমবার ঢাকা থেকে ট্রেনযোগে নির্বাচনী এলাকা বাঘায় পৌঁছান স্থানীয় সাংসদ ও বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। এ নিয়ে উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢল নামে। তারা প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করেন।

বেলা ১২টায় ধুমকেতু ট্রেনে বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশানে পৌঁছুলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় সকল নেতাকর্মীদের মাঝে। এ সময় বিভিন্ন শ্লোগানে মুখোরিত হয়ে উঠে রেল স্টেশনের চারপাশ। ট্রেন থেকে নেমে প্লাটফর্মে দাড়িয়ে সর্বস্তরের জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন শাহরিয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও বঙ্গ বন্ধু সৈনিক লীগসহ বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

বাঘায় ট্রেন থেকে নেমে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হলেন শাহরিয়ার

শাহরিয়ার আলম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের নির্বাচনে যাদের দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জেতানো সম্ভব দলীয় প্রধান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদেরই মনোনয়ন দিয়েছেন। আমি মনে করি, আপনারা দলীয় নেতা-কর্মীরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা প্রতিক এবার বিজয়ী হবে। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে এক কেন্দ্রের মানুষকে আরেক কেন্দ্র এলাকায় প্রবেশ না করার অনুরোধসহ সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে ভোট করার আহবান জানান।

মন্ত্রী গত ১০ বছরে চারঘাট-বাঘা এলাকাসহ সারাদেশে উন্নয়ন চিত্রের ফিরিস্তি তুলে ধরে বলেন, মানুষের মধ্যে যদি কৃতজ্ঞতা এবং সততাবোধ থেকে থাকে তাহলে তারা আবারও এই সরকারকে ক্ষমতায় আসার সুযোগ করে দেবে এবং শেষ পর্যন্ত সেটি প্রতিয়মান হবে। কারণ আমাদের সরকার এতিমদের টাকা মেরে খায়নি। এই সরকার ক্ষমতায় এলে উন্নয়ন হয় এটি সবার জানা।

তিনি তারেক রহমান সম্পর্কে বলেন, আপনারা জেনে খুশি হবেন, তারেক রহমানের প্রধান অর্থদাতা আবুল কালাম সহ চারনেতা এখন ইংল্যান্ডের জেলে।

বাঘায় ট্রেন থেকে নেমে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হলেন শাহরিয়ার

এদিকে ট্রেন থেকে নেমে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের পর প্রতিমন্ত্রী চলে আসেন বাঘার ঐতিহ্যাবাহী শাহী মসজিদে। তিনি সেখানে যোহর নামাজ আদায় শেষে হযরত শাহদৌল্লার মাজার জিয়ারত করে নেতাকর্মীসহ স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাকে স্বগত জানান মাজার কর্তৃপক্ষসহ বাঘার সর্বস্তরের জনগণ।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page