• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

আগের ৫ উপদেষ্টাকেই নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারে আগের পাঁচজনকেই উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ উপদেষ্টাকে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রবিবার প্রজ্ঞাপনের গেজেট জারি হলেও তা সোমবার প্রকাশ করা হয়।

নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন- এইচ টি ইমাম রাজনৈতিক উপদেষ্টা, ড. মসিউর রহমান অর্থনৈতিক উপদেষ্টা, ড. গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

উপদেষ্টা থাকাকালীন এই পাঁচজন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। পরে গত ৭ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

আরও পড়ুন: নওয়াজ শরিফের সাজা স্থগিত

নতুন সরকার গঠন করায় বাতিল হয়ে যায় আগের পাঁচ উপদেষ্টার নিয়োগও। এখন আবার তাদের নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page