• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনগুলো ভেঙ্গে ফেলতে হবে: রেজাউল করিম

আপডেটঃ : সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘ঝুঁকিপূর্ণ ও বাস অনুপযোগী পুরাতন ভবনগুলো ভেঙ্গে ফেলতে ভবন মালিকদের নির্দেশ দেয়া হবে। নির্দেশ কার্যকর করা না হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

ঝুঁকিপূর্ণ ও বসবাস অনুপযোগী পুরাতন ভবন চিহ্নিতকরণের কাজ চলছে। এ কাজ শেষ হলে ঝুঁকিপূর্ণ ভবনসমূহ ভেঙ্গে ফেলার জন্য সংশ্লিষ্ট ভবন মালিকদের নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক রাজউকের আরবান রেজিলেন্স প্রকল্পের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রীর সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

রেজাউল করিম বলেন, ‘আইন অমান্য করে ঢাকা শহরে কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।

গণপূর্ত মন্ত্রী বলেন, ‘ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত করে থাকে। এখানে ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে হলে ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করতে হবে।’

আরও পড়ুন: সংলাপ নয়, শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

তিনি বলেন, ‘বিধিমালা অনুসরণ করে ইমারত নির্মাণের বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। একইসঙ্গে এ বিষয়ে জনগণের মধ্যেও সচেতনতা গড়ে তোলা হবে। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ