• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

চালের বাজার স্বাভাবিক, দাম বেঁধে দিয়েছে সরকার: খাদ্যমন্ত্রী

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯

বর্তমানে চালের বাজার নিম্নমুখী এবং স্বাভাবিক আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, সরকার ধান ও চালের দাম বেঁধে দিয়েছে। মিল মালিকরা যদি সে দরে কিনে তাহলে তাদেরও লাভ হবে, বাজারও স্থিতিশীল থাকবে এবং কৃষকরাও দাম পাবে।

মঙ্গলবার বিকেল ৪টায় নওগাঁ সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, বাজার মনিটরিংয়ের জন্য প্রতিটি জেলায় এবং ঢাকা শহরে চারটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতি জেলার জেলা প্রশাসকদের মোটা, মাঝারি ও সরু ধান-চালে দর বেঁধে দেওয়া হয়েছে। নির্বাচনের কারণে এক সপ্তাহ ধরে পরিবহন বন্ধ থাকায় কয়েকদিনের জন্য চালের দাম কেজি প্রতি ১-২ টাকা বৃদ্ধি পেয়েছিল।

আরো পড়ুন: জোড়া লাগানো যমজ দুই শিশু নিয়ে দুঃশ্চিন্তায় বাবা

খাদ্যমন্ত্রী আরো বলেন, চলতি মৌসুমে আমনের ব্যাপক ফলন হয়েছে। কৃষকরা ন্যায্যমূল্য পেতে আর কি ধরনের নীতিমালা করা যায় তা নিয়ে মন্ত্রণালয়ে বসা হবে। যে মনিটরিং টিম গঠন করা হয়েছে আমরা রিপোর্ট নেওয়ার পর আবারও বসব এবং সিদ্ধান্ত নিব।

এর আগে সার্কিট হাউজে রাজশাহী বিভাগের মাঠ পর্যায়ের খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে খাদ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page