• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

বিজিএমইএ’র নির্বাচন ৬ এপ্রিল

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯

দেশের তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করা যাবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ মার্চ। নির্বাচন পরিচালনা বোর্ড নির্বাচনের এ তফসিল ঘোষণা করেছে।

এর আগে গত ৫ জানুয়ারি নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন। নির্বাচনে ৩৫জন পরিচালন নির্বাচিত হবেন। নির্বাচিত পরিচালকরা ১৮ এপ্রিল নতুন সভাপতি ও সাত জন সহসভাপতি নির্বাচিত করবেন। নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে ২১ এপ্রিল।

আরো পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৫ মার্চ

সংগঠনটির নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। তবে সর্বশেষ ২০১৫ সালের নির্বাচনে উভয় প্যানেলের সমঝোতায় সভাপতি হন সম্মিলিত পরিষদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান। আর সহসভাপতি ও অন্যান্য পরিচালক উভয় প্যানেল থেকে মনোনীত করা হয়। দুই বছর পর পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ইতোমধ্যে প্রায় সাড়ে তিন বছর সময় পেরিয়ে গেছে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page