• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যৌথ অভিযানে গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর অপহরণ ও হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ শেখ (২৭)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

সোমবার (৭ অক্টোবর) গভীর রাতে র‌্যাব-১২ ও র‌্যাব-১ সদর দফতরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ শেখ সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর ২নং গলির মো. ফরিদ শেখের ছেলে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে র‌্যাব-১২ এর লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ একটি প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানান।

কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, গত ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখকে অপহরণের পর হত্যা করা হয়। পরের দিন উল্লাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামিমের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে আদালত নাহিদ শেখসহ আরও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং অর্থদন্ড করেন। এরপর থেকেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন নাহিদ শেখ।

গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ ও র‌্যাব-১’র সমন্বয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপহরণ করে হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ শেখকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত নাহিদ শেখের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ