• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

আন্তর্জাতিক ডাকযোগে মাদক পাচার, অভিযানে আটক ৭ জন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডাকযোগে খাদ্য সামগ্রী পাঠানোর আড়ালে ভয়ঙ্কর সব মাদক পাচারের কাজে দীর্ঘদিন ধরে জড়িত সাত মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটককৃতরা হলেন- সৈয়দ আনিম আশরাফুল হক (২৭), মিজানুর রহমান (৪১), মো. মাসুদুর রহমান (৫৬), অরিন্দম রায় (২৮), তুফাইল আহাম্মদ (৬১), মোহাম্মদ শোয়াইব (৩০) ও মোহাম্মদ আহম্মদ (২০)।

ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয় রাজধানীর গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে কানাডা থেকে আমদানিকৃত ৭৭২ গ্রাম কুশ ও টেট্রাহাইড্রোক্যানাবিনল ৫টি, যুক্তরাজ্য থেকে আমদানিকৃত ১৫০ পিস এক্সটাসি/হ্যাপি ড্রাগ , হাল ফ্যাশনের সিসা ৩৯ কেজি ও ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ।

তিনি বলেন, “বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে রাজধানীতে কয়েকদিন ধরেই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএনসি। এরই অংশ হিসেবে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয় সার্কেলের সদস্যের সমন্বয়ে একাধিক চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে গুলশান, ভাটারা ও মগবাজার থেকে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ, এক্সটাসি, ট্রেট্রাহাইড্রোকানাবিনল, সিসা ও ইয়াবা উদ্ধারসহ সাতজনকে আটক করে।

তিনি জানান, চক্রটি আন্তর্জাতিক ডাকযোগে খাদ্য সামগ্রীর আড়ালে ভয়ঙ্কর সব মাদক পাচারের কাজে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ও উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ